মেয়েদের সেক্স কনডম ( ভিডিও )



এখন শিখিয়ে দিচ্ছি ফিমেল কনডম

ব্যবহারের নিয়মঃ এর নীচের দিকে যে রাবারটি দেখতে পাচ্ছেন তা থাকে যোনীর ভেতর।

আর চিকন বড় ফাঁকের যে রাবারটি আছে তা যোনীমুখের বাইরে আটকে থাকে।

নীচের মোটা রাবারটিকে প্রথমে বুড়ো আঙ্গুল এবং তর্জনী ব্যবহারে পেন্সিলের মতো করে ধরে যোনীমুখে সামান্য ঢুকিয়ে এরপর বাইরের বড় ফাঁকের রাবারটির ভিতর দিয়ে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে পুরো কনডমটিকে যোনীর ভেতর ঢুকিয়ে দিন।

দেখবেন বাইরের রাবারটি যোনীমুখের চারপাশে আটকে আছে।

তা ভেতরে ঢুকে নিজে থেকেই প্রসারিত হবে।


You Might Also Like

0 comments