♥ সেক্স টিপস , সেক্স সমস্যা ♥


** উত্তেজিত অবস্থায় পুরুষাঙ্গের দৈর্ঘ্য কত? : ৫.৫ থেকে ৬.২ ইঞ্চি


** প্রিয়জন নিজের থেকে প্রায় ১ ফুট লম্বা এবং বেডরুমে সব সময় লাইন আপ করা যায় না । ভাল পজিশন কি হতে পারে? : পা ফাঁক করে ভাল পজিশন তৈরি করা যেতে পারে।
** পুরুষের এসটিডি টেস্ট করার ভাল পদ্ধতি কিহতে পারে? : দুজনে একসাথে এসটিডি করা।
** ওরাল করার পর বিরতিতে কি করা উচিত? : নিজের হাত চাটা এবং তার উরু এবং পেটে কিস করা যেতে পারে।
** অপ্রকাশিত অনলাইন সেক্স কি চ্যাটিং হিসাবে গণ্য হবে? : যদি সে না প্রকাশ করে তবে তার জন্য হ্যাঁ হবে।
** সেক্সের সময় যদি অরগাজম না হয় তার মানে কিবুঝতে হবে? : সে মনকষ্টে ভুগতে পারে। তাই তার মনকষ্ট লাগবে তার সাথে কথা বলা উচিত।
** প্রিয়জনের সাথে যৌন দৃশ্যের ভিডিওতে অংশ নেয়ার সময় কি মনে রাখা উচিত? : ওয়াইড শর্ট এবং শর্ট লাইটিং ব্যবহার করা দরকার।
** কনডম সাইজ কি আসলেই একটা বড় ব্যাপার? : বেশির ভাগ ক্ষেত্রেই সকল পুরুষের জন্য কনডম সাইজ একই হয়, তবে কমফোর্ট ফিল করার জন্যবড় সাইজ ব্যবহার করা যেতে পারে।
** সেক্স করার পর পুরুষের ঝাকুনি মারার কারণকি? : এটা অরগাজমের কারণে হয়।

 যৌন সমস্যাঃ হস্তমৈথুন করার পর অন্ডকোষে ব্যথা হয় কেন? কি করণীয়?
কারণঃ হস্তমৈথুন করার সময় বীর্য শুধুমাত্র অন্ডকোষ (টেসটিক্যাল) থেকে আসেনা বরং সেমিনাল ভ্যাসিকাল, কাউপার্স গ্লান্ড, ভাস ডিফারেন্স, প্রোস্টেট এর সাহায্যও প্রয়োজন হয়। হস্তমৈথুন করার সময় যৌনাঙ্গে বার বার ঘর্ষণ এবং উত্তেজনার কারণে অন্ডকোয়ের প্রাসারণ ও সংকুচন হয়। অন্ডকোষের আকার পরিমানের চেয়ে বেশি হয়ে গেলে বীর্যপতের পর মূলতঃ সেখানে ব্যথার সৃষ্টি হয়। এছাড়াও প্রথম-প্রথম হস্তমৈথুন এবং অনেক দিন পর-পর করার ফলেও এই ব্যথা হতে পারে। পরবর্তীতে সাধারণতঃ হস্তমৈথুনের পর ব্যথা হয়না। ব্যথাটি ক্ষণস্থায়ী হলে চিন্তার কিছু নেই, এটি স্বাভাবিক। তবে দীর্ঘস্থায়ী, অতিরিক্ত অথবা নিয়মিত ব্যথা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। একে অবহেলা করা মোটেই উচিত নয় কারণ ব্যথাটি অন্ডকোষে ক্যান্সারের লক্ষণ হতে পারে! সমাধানঃ হস্তমৈথুন প্রকৃয়া স্বাভাবিক এবং মশৃণ রাখতে হবে। বেশি জোরে বা প্রেশার দিয়ে, অতিরিক্ত বা একাধিকবার মৈথুন করা এবং অত্যাধিক সময় ধরে মৈথুন করা ঠিক নয়। বিঃ দ্রঃ হস্তমৈথুন “মাস্টারবেটর, ফ্লেশলাইট, পাম্প” ইত্যাদি দিয়ে করলে ভাল হয়। যার সাহায্যেই মৈথুন করা হোকনা কেন সেটি যেন অবশ্যই পরিষ্কার হয়।

SEX Tips: প্রশ্নঃ মৌখিক যৌনতা (Oral Sex) কি ? এটা কি বিকৃত যৌনতার পর্যায়ে পড়ে ? নাকি স্বাভাবিক ?

উত্তরঃ মহিলার দ্বারা পুরুষের লিঙ্গ চোষন বা কোন পুরুষের জিভ দিয়ে কোন মহিলার যোনি চোষন বা লেহনকে মৌখিক যৌনতা বলা হয় । কামশাস্তবিদ বাত্সায়ন বলেছেন যে মৌখিক যৌনতার বহিঃপ্রকাশে বিকৃত মনস্কতার কোন চাহ্নই নেই । আসলে ঘনিষ্ঠতার চুড়ান্ত আত্নচাহিদায় এই ধরনের ঘটনা পুরোমাত্রায় স্বাভাবিক মিলনের এই স্তরে উভয় সঙ্গীর কাছে পরস্পরের দেহের প্রতিটি অংশকে আক্ষরিকভাবেই গ্রাস করার এটা একটা স্বাভাবিক ইচ্ছা । যেহেতু যৌনাঙ্গগুলিই এই আনন্দের উত্স, তাই প্রত্যেকেই চায় সমবেত ঘনিষ্ঠতায় একে চোষন বা লেহন করতে । নারীর যোনিমুখের দু'পাশে বিশেষ গ্রনথি আছে । কামোত্তেজনার সময় এই গ্রনথি থেকে এক রকম তরলরস নির্গত হয়, যা কিনা সারা যোনি- মুখকে ভিজিয়ে পিচ্ছিল করে দেয়, এর ফলে পুরুষের লিঙ্গ তার গভীরে প্রবিষ্ট করতে সুবিধে হয় । তরে বাইরে থেকে এই গ্রনথি দৃশ্যত নয়, চামড়ার আড়ালে ঢাকা থাকে । কিন্তু যোনিমুখে রস নিঃসরণ সরাসরি চোখে দেখা যায় । সব সময় এই রস নিঃসৃত হয় না । কেবল যখন প্রবল কামোত্তেজনা সূষ্টি হয়- তখনি বার্থোলিন গ্রনথি এই রস সৃষ্টি করে ।নারীর এই কামরসের মতো পুরুষের কামোত্তেজনার প্রথম অবস্হায় এক ধরনের তরল রস নিঃসরন হয় । অনেকের ভুল ধারনা আছে, সেই রসের মধ্যে শুত্রূবীজানু থাকে । আসলে তাদের সেই ধারনা ভুল । সেই রসে কোন শুত্রূবীজানু থাকে না । আবার নারীদেহের এই কামরসের সঙ্গে ডিমবোকোষের কোন সস্পর্ক নেই । তবে একে যে অন্যের সহায়ক এ কথা বলা নিস্পয়োজন । অনেকেই বলে থাকেন, রতিক্রিয়া শেষে পুরুষের মতো কি নারীর যোনি থেকেও বীর্যপাত ঘটে ? এক কথায় এর জবাব হল 'না ।' মেয়েদের কোনো বীর্যপাত হয় না । তাদের বীর্য হলো ডিমবোকোষ । তবে মানুষের মনেএ কথা জাগার কারন হলো, যৌন- মিলনের ইচ্ছা জাগলে কিংবা মিলনে প্রবৃত্ত হলে, বিশেষ করে পুরুষের লিঙ্গ সঞ্চারনের ফলে তাদের যোনিপথেযে কামরস নিঃসৃত হয়, অনেকেই ভুল করে সেই রসকেবীর্য বা শুক্র বলে ধরে নেয় । আর এ ধরনের রস-নিঃসরন পুরুষের লিঙ্গ- নালী থেকেও বেরিয়ে থাকে । নারী- দেহে এই রস ক্ষরন রতি উত্তেজনা থাকা পর্যন্ত কমবেশী বর্তমান থাকতে দেখা যায় ।



You Might Also Like

0 comments