বাংলাদেশের যৌনকর্মীর পরিস্থিতি


আপনি কি জানেন ?
বাংলাদেশে মোট যৌনকর্মীর সংখ্যা ৭৪ হাজার ৩০০ (সর্বশেষ জরিপ - নভেম্বর ২০১১)
এর মধ্যে ভাসমান যৌনকর্মীর সংখ্যা ৩০ হাজার ৭০০।
এদের মধ্যে ৬০ শতাংশই যৌন রোগী। কিন্তু ভয়ঙ্কর বেপার হচ্ছে, এদের অধিকাংশই যৌন রোগের কোন চিকিৎসা নেয় না এবং মোট যৌনকর্মীর ৯৮ ভাগ হোটেলে অবস্থানকারীর শতকরা প্রায় ৯৬ ভাগ কনডম ব্যাবহার করে না।

সুতরাং বুঝতেই পারছেন, বাংলাদেশ কোথায় যাচ্ছে। এদের রক্ষা করা কি আমাদের কর্তব্যের মধ্যে পড়েনা?

বাঁচতে হলে জানার কোন বিকল্প নেই। কিন্তু শুধু কি নিজে জানলেই হবে? শেয়ার করে অন্যদের জানতে সহায়তা করুন। আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় নুন্যতম মানুষের সচেনতাই আমাদের সাফল্য।

You Might Also Like

0 comments